About Us

আউটসোর্সিং সাপোর্ট ইনস্টিটিউট (Outsourcing Support Institute) এর পক্ষ থেকে সকলকে জানাই স্বগতম। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং (Digital Marketing), ‍গ্রাফিক্স ডিজাইন (Graphics Design), ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট (Website Design and Development), এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) শিখে অনলাইনে উপার্জন করতে চান তাদের জন্য এই প্লাটফর্মটি তৈরি করা হয়েছে।

আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি?

আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে এ বিষয়ে আগ্রহী ব্যক্তিদেরকে এবং শিক্ষিত বেকার তরুন-তরুণীদের কে তথ্যপ্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা এবং অনলাইন থেকে উপার্জন করে কিভাবে ক্যারিয়ার গঠন করা যায় সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা।

আমরা প্রত্যেকটা রেগুলার স্টুডেন্টকে বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত এগিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করে থাকি।

আমার ব্যক্তিগত পরিচয়-

আমি আব্বাস নিশান Web Design & Developer। আমি এই সেক্টরে 5 বছর যাবত কাজ করছি এবং Website Security সম্পর্কে ভালো দক্ষতা রয়েছে।

Abbas Nisan

Founder of Outsourcing Support Institute

“সফল ফ্রিল্যান্সার হতে হলে, আপনাকে একইসাথে দক্ষ কর্মী এবং একজন ভালো ব্যবসায়ী হতে হবে।”

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি দক্ষতা অর্জন করুন, ঘরে বসে আয় করুন।​

Contuct Info-

Address:
Phone:
Email: